রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

প্রবীণ রুকন হায়াতুন নেছার মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতের শোক

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলার প্রবীণ মহিলা রুকন, শহরের কুঠিপাড়া নিবাসী হায়াতুন নেছা ইন্তিকাল করেছেন। গত ১৩ জুন  মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৯ বছর। তিনি ২ ছেলে ৫ কন্যা নাতী নাতনিসহ আত্মীয়-স্বজন  রেখে গেছেন। বাদ এশা মরহুমার জানাযা নামাজ শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলার প্রবীণ মহিলা রুকন, শহরের কুঠিপাড়া ২নং ওয়ার্ড নিবাসী হায়াতুন নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, অধ্যাপক ফরহাদ হুসাইন, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, আজহারুল হক, খাইরুল ইসলাম রবিনসহ নেতৃবৃন্দ। বুধবার এক বিবৃতির মাধ্যমে তারা পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবাণীতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর বলেন, হায়াতুন নেছার ইন্তিকালে আমরা ইসলামি আন্দোলনের একজন দায়ী বোনকে হারালাম। তিনি ইসলামী আন্দোলের গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ